প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১
সমকাল প্রতিবেদক
তাদের মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সায়েদুল ইসলামকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে এবং বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেনকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পৃথক আদেশে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল হাসান বাদল বরিশালের বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামালকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।