- খবর
- কাঁচা পাট মজুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে পাটমন্ত্রী
খবর
কাঁচা পাট মজুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে পাটমন্ত্রী
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১
সমকাল প্রতিবেদক
গতকাল মঙ্গলবার সচিবালয়ে পাটের মজুদ ও বাজার পরিস্থিতি পর্যালোচনায় অংশীজনের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়। মন্ত্রী বলেন, আসন্ন পাট মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী পাটের চাষ নিশ্চিত করা ও চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়াতে মানসম্মত বীজ সরবরাহে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিনা ইয়াসমিন, পাট অধিদপ্তরের মহাপরিচালক হোসেন আলী খোন্দকার, বাংলাদেশ পাট অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান আরজু মিয়া, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।