- খবর
- সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগর কমিটি গঠন
খবর
সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগর কমিটি গঠন
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১
সমকাল প্রতিবেদক
গতকাল ডাক ভবন (জিপিও) মিলনায়তনে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগর নির্বাহী পরিষদের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের দ্বিতীয় পর্বে কমিটি গঠন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, ডাক বিভাগের মহাপরিচালক সিরাজ উদ্দিন, সংগঠনের প্রধান উপদেষ্টা মো. লুৎফর রহমান খান, কেন্দ্রীয় সভাপতি মো. হেদায়েত হোসেন, সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর কমিটির সভাপতি সৈয়দ শরীফুল ইসলাম।