ঢাকা সোমবার, ১৬ জুন ২০২৫

এসডিজি বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

এসডিজি বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

প্রকাশ: ১১ মার্চ ২০২১ | ১৯:১৮ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ | ১৫:৫৫

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেছেন, দেশকে উন্নত সমৃদ্ধ করতে হলে সব নাগরিক এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করেই এগোতে হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও উন্নয়ন সংগঠন অক্সফামের 'গণতান্ত্রিক সুশাসন ও স্থানীয় উন্নয়ন :তৃণমূল প্রতিষ্ঠানের অভিজ্ঞতা' শীর্ষক নাগরিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সম্মেলনে দেশের ১৩টি প্রকল্প বাস্তবায়নাধীন অঞ্চল থেকে তিন শতাধিক স্থানীয় পর্যায়ের নাগরিক, কমিউনিটি-ভিত্তিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতা, এসডিজি বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, উন্নয়নকর্মী, আন্তর্জাতিক উন্নয়ন অংশীদার, বেসরকারি খাতের প্রতিনিধি এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
অতিথিরা বলেন, বাংলাদেশে টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতা। বর্তমানে এখানে ঘাটতি রয়েছে। এ প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, গণতন্ত্র একটি চলমান প্রক্রিয়া। উন্নত জীবনের জন্য গণতন্ত্র প্রয়োজন। এমন গণতন্ত্র প্রয়োজন নেই যেটা আমাদের ধ্বংস করে দেবে, দরিদ্র করে দেবে। তিনি বলেন, ১৯৭০ সালে আমাদের বার্ষিক মাথাপিছু আয় ছিল ১৪২ ডলার। বর্তমানে দুই হাজার ১০০ ডলার। ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত সমৃদ্ধ করতে হলে মাথাপিছু আয় দরকার সাড়ে ১২ হাজার ডলার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার সেই লক্ষ্য পূরণে কাজ করছে।
তাজুল ইসলাম আরও বলেন, বাংলাদেশ এখন সম্ভাবনাময় দেশে পরিণত হয়েছে। অর্থনৈতিক সূচকসহ অন্যান্য সূচকে এ অঞ্চলে উদীয়মান রাষ্ট্রে পরিগণিত হচ্ছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদসহ স্থানীয় সরকার ব্যবস্থাগুলো সঠিকভাবে কাজ করলে দেশের চেহারা বদলে যাবে।
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সজে তেরিঙ্ক বলেন, 'বাংলাদেশের উন্নয়ন যাতে বাধাগ্রস্ত না হয়, এ জন্য গণতন্ত্রকে আরও শক্তিশালী করা প্রয়োজন। পাশাপাশি প্রয়োজন সুশাসন ও জবাবদিহিতা।' বিশেষ বক্তা অধ্যাপক রেহমান সোবহান বলেন, করোনাভাইরাস এসডিজি বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটি মোকাবিলায় সবাইকে টিকা নিতে হবে।
সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অক্সফাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. দীপঙ্কর দত্ত, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, অক্সফাম ইন্টারন্যাশনালের এশিয়াবিষয়ক আঞ্চলিক পরিচালক লিলিয়ান মারকাদো ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

আরও পড়ুন

×