
তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ডিজিটাল সিটিজেন হতে সহায়তা এবং তাদের মধ্যে গঠনমূলক স্বাধীন মত প্রকাশের চেতনা গড়ে তুলতে প্রথম ডিজিটাল সিটিজেনশিপ চ্যালেঞ্জ-২০২২ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশে ফেসবুকে লাইভ ইভেন্টের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সমাজ প্রতিনিধি, নীতিনির্ধারক, মিডিয়া প্রতিনিধি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে ডিনেট ও ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম-এফএনএফ বাংলাদেশ যৌথভাবে 'ফস্টার রেসপনসিবল ডিজিটাল সিটিজেনশিপ টু প্রমোট ফ্রিডম অব এক্সপ্রেশন ইন বাংলাদেশ' প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে এ ইভেন্টের আয়োজন করা হয়েছে।
প্রথম ডিজিটাল সিটিজেনশিপ চ্যালেঞ্জের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি এটুআইর যুগ্ম প্রকল্প পরিচালক সেলিনা পারভেজ ও বিশেষ অতিথি ছিলেন তরুণ প্রজন্মের প্রিয় আয়মান সাদিক। এ ছাড়া অনুষ্ঠানে তরুণদের জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য দেন অর্থায়নকারী প্রতিষ্ঠান এফএনএফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ নাজমুল হোসেন ও প্রজেক্ট ডিরেক্টর উলফগ্যাং হাইঞ্জ এবং বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ডিনেটের নির্বাহী পরিচালক এম শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিনেটের ইলমা হক।
সেলিনা পারভেজ ডিজিটাল সিটিজেনশিপ চ্যালেঞ্জ-২০২২-এর সূচনা ঘোষণা করেন। লাইভ ইভেন্টটির লিঙ্ক : https://tinyurl.com/digital citizenbdevent। ডিজিটাল সিটিজেনশিপ চ্যালেঞ্জ-২০২২ এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন প্রকল্পের ওয়েবসাইট https://www.digitalcitizenbd.com/-এর আটটি কোর্সের কুইজে নিয়মিতভাবে অংশগ্রহণের মাধ্যমে। সংবাদ বিজ্ঞপ্তি।
বিষয় : ডিজিটাল সিটিজেনশিপ চ্যালেঞ্জ
মন্তব্য করুন