বাজেট প্রণয়নে চাই জনগণের অংশগ্রহণ

জাতীয় বাজেট জোগানের সিংহভাগ আসে জনগণের কর থেকে। তারপরও বাজেট প্রণয়ন প্রক্রিয়া কেন্দ্রীভূত থেকে গেছে। এতে জনমানুষের অংশগ্রহণ নেই। এমনকি নীতিনির্ধারণী পর্যায়ে আলোচক-সমালোচকরা মতামত দিলেও তা অন্তর্ভুক্ত হয় না। বাজেটে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে দেশের সার্বিক উন্নয়ন আরও অগ্রসর হবে।
গতকাল বিকেলে গণতান্ত্রিক বাজেট আন্দোলন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক-প্রান এবং একশনএইড বাংলাদেশের যৌথ উদ্যোগে 'বাজেট অলিম্পিয়াড ২০২১' এর ভার্চুয়াল চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বাজেট অলিম্পিয়াড আয়োজক কমিটির আহ্বায়ক অর্থনীতিবিদ অধ্যাপক এমএম আকাশের সভাপতিত্বে প্রান-এর প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অ্যান্ড পলিসির পরিচালক অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, কেয়ার বাংলাদেশের পরিচালক আমানুর রহমান, গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সহসম্পাদক সেকেন্দার মিনা সুমন, ঢাকা স্কুল অব ইকোনমিক্সের অ্যাসোসিয়েট প্রফেসর একেএম নজরুল ইসলাম, বাজেট অলিম্পিয়াড আয়োজক কমিটির সদস্য নুজহাত জাবিন ও লায়লা তাসমিয়া। অলিম্পিয়াড বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন প্রান-এর কর্মসূচি সমন্বয়ক উম্মে সালমা।
দেশব্যাপী তরুণ বাজেট বিতার্কিক গড়ে তুলতে ২০১৭ সাল থেকে বাজেট অলিম্পিয়াড আয়োজন করে আসছে গণতান্ত্রিক বাজেট আন্দোলন। এ বছর দেশের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪ হাজার শিক্ষার্থী বাজেট অলিম্পিয়াডের বিভিন্ন রাউন্ডে অংশ নেন। চূড়ান্ত পর্বে অংশ নেওয়া ১০০ জনের মধ্য থেকে চ্যাম্পিয়ন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রদ্যুত কুমার পাল। প্রথম ও দ্বিতীয় রানারআপ হন যথাক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদয় জামান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের জান্নাতী ইয়াসমিন।
গতকাল বিকেলে গণতান্ত্রিক বাজেট আন্দোলন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক-প্রান এবং একশনএইড বাংলাদেশের যৌথ উদ্যোগে 'বাজেট অলিম্পিয়াড ২০২১' এর ভার্চুয়াল চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বাজেট অলিম্পিয়াড আয়োজক কমিটির আহ্বায়ক অর্থনীতিবিদ অধ্যাপক এমএম আকাশের সভাপতিত্বে প্রান-এর প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অ্যান্ড পলিসির পরিচালক অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, কেয়ার বাংলাদেশের পরিচালক আমানুর রহমান, গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সহসম্পাদক সেকেন্দার মিনা সুমন, ঢাকা স্কুল অব ইকোনমিক্সের অ্যাসোসিয়েট প্রফেসর একেএম নজরুল ইসলাম, বাজেট অলিম্পিয়াড আয়োজক কমিটির সদস্য নুজহাত জাবিন ও লায়লা তাসমিয়া। অলিম্পিয়াড বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন প্রান-এর কর্মসূচি সমন্বয়ক উম্মে সালমা।
দেশব্যাপী তরুণ বাজেট বিতার্কিক গড়ে তুলতে ২০১৭ সাল থেকে বাজেট অলিম্পিয়াড আয়োজন করে আসছে গণতান্ত্রিক বাজেট আন্দোলন। এ বছর দেশের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪ হাজার শিক্ষার্থী বাজেট অলিম্পিয়াডের বিভিন্ন রাউন্ডে অংশ নেন। চূড়ান্ত পর্বে অংশ নেওয়া ১০০ জনের মধ্য থেকে চ্যাম্পিয়ন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রদ্যুত কুমার পাল। প্রথম ও দ্বিতীয় রানারআপ হন যথাক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদয় জামান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের জান্নাতী ইয়াসমিন।