- শেষের পাতা
- মা-মেয়েকে কুপিয়ে হত্যা কক্সবাজারে
শেষের পাতা
জমি নিয়ে বিরোধ
মা-মেয়েকে কুপিয়ে হত্যা কক্সবাজারে
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২১
কক্সবাজার অফিস
ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ছিদ্দিক বলেন, বসতভিটার সীমানা নিয়ে একই এলাকার আবুল কালামের পরিবারের সঙ্গে আজিজুল হকের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রাশেদা বেগম ও তার মেয়েকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ আবুল কালামের লোকজন। ঘটনাস্থলেই রাশেদার মৃত্যু হয়। কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর মারা যায় জান্নাত।
গতকাল বুধবার সকালে ওই বাড়িতে গিয়ে দেখা গেছে, জোড়া খুনের ঘটনায় এলাকাবাসী শোকে স্তব্ধ। অভিযুক্ত আবুল কালামের বাড়িতে তালা ঝুলছে। বাড়ি ছেড়ে পালিয়েছে সবাই। মর্মান্তিক এ ঘটনায় বিচার দাবি করেছে এলাকাবাসী। ঘটনাস্থলে ছুটে এসেছিলেন নিহত জান্নাতুলের স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরাও। প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, স্থানীয় চেয়ারম্যান-মেম্বারের কাছে এর বিচারও গেছে। তারা বিরোধ মীমাংসায় এগিয়ে আসেনি। জনপ্রতিনিধিরা কোনোভাবে এর দায় এড়াতে পারেন না।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ জড়িতদের গ্রেপ্তারে মাঠে নেমেছে।