- শেষের পাতা
- বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে সিঙ্গাপুর
শেষের পাতা
বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে সিঙ্গাপুর
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১
কূটনৈতিক প্রতিবেদক
পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কভিড-১৯ মহামারি চলাকালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি কর্মীরা কাজ হারিয়েছেন। এ জন্য নতুন নতুন শ্রমবাজার খোঁজা হচ্ছে। এর অংশ হিসেবে সুখবর এসেছে। সিঙ্গাপুর বাংলাদেশ থেকে ১০ হাজার এবং রোমানিয়া দুই হাজার শ্রমিক নেবে।
কোন কোন খাতে কর্মী নেওয়া হবে- জানতে চাইলে মন্ত্রী বলেন, সিঙ্গাপুর কয়েকটি খাতে শ্রমিক নেবে। আর রোমানিয়ায় বাংলাদেশের নতুন মিশন খোলা হয়েছে। সেখানকার খাদ্য শিল্পের কারখানায় বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের পরিকল্পনা নিয়েছে বলে রোমানিয়া কর্তৃপক্ষ জানিয়েছে। আশা করা হচ্ছে, সেখানে অন্তত দুই হাজার লোক পাঠানো সম্ভব হবে।