- শেষের পাতা
- করোনায় আরও সাতজনের মৃত্যু শনাক্ত ৩৬৬
শেষের পাতা
দেশের চিত্র
করোনায় আরও সাতজনের মৃত্যু শনাক্ত ৩৬৬
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১
সমকাল প্রতিবেদক
এতে আরও বলা হয়, গত চব্বিশ ঘণ্টায় ২১৪টি পরীক্ষাগারে ১১ হাজার ৫১টি নমুনা সংগ্রহ করা হয়। আগের নমুনাসহ মোট পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ১০৩টি। সব মিলিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ লাখ ৫৮ হাজার ৭৭৬টি।
গত চব্বিশ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৩০ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৩ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ। সুস্থতার হার ৯০ দশমিক ৫০ শতাংশ।
গত চব্বিশ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ চারজন এবং নারী তিনজন। তাদের মধ্যে ঢাকা বিভাগে পাঁচজন, রাজশাহীতে একজন এবং বরিশালে একজন। মৃতদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃতদের মধ্যে ৪১ থেকে ৫০ বছর বয়সী একজন, ৫১ থেকে ৬০ বছর বয়সী দু'জন এবং ৬০ বছর বয়সের ওপরে চারজন।
গত চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৫০ জনকে। একই সময়ে আইসোলেশন থেকে ৩০ জন ছাড়া পেয়েছেন। এ পর্যন্ত মোট আইসোলেশনে গেছেন এক লাখ ২২৬ জন। আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৯০ হাজার ২৮৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৯ হাজার ৯৪৩ জন।