প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১
সমকাল ডেস্ক
গবেষকরা জানিয়েছেন, এখন যেটা উত্তর আমেরিকা, এই দানবাকৃতি ম্যামথরা থাকত সেখানেই। তখন তুষার যুগ ছিল পৃথিবীতে। তুষার যুগের হাড় জমানো ঠান্ডা সহ্য করার ক্ষমতা ছিল এই ম্যামথদের।
উত্তর-পশ্চিম সাইবেরিয়ায় পাওয়া এ ম্যামথদের জীবাশ্ম থেকে ডিএনএ বের করা হয়েছিল গত শতাব্দীর সাতের দশকে। গবেষকরা জানিয়েছেন, যে তিনটি ম্যামথের জীবাশ্ম থেকে ডিএনএ বের করা হয়েছিল, তাদের দুটি (ক্রোস্তোভকা ও আদিচা) বিচরণ করত ১০ থেকে ১২ লাখ বছর আগে। আর তৃতীয়টি (চুকোচিয়া) বিচরণ করত পাঁচ থেকে আট লাখ বছর আগে। সূত্র :আনন্দবাজার।