- শেষের পাতা
- শাহবাগের কর্মসূচিতে পুলিশের বাধা
শেষের পাতা
মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবি
শাহবাগের কর্মসূচিতে পুলিশের বাধা
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ পুনর্বহালের দাবিতে মঙ্গলবার শাহবাগে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ - সমকাল
পুলিশের লাঠিচার্জ প্রসঙ্গে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ঢাকা বিভাগের আহ্বায়ক হালদার মামুন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলাম। এর মধ্যেই বিনা উস্কানিতে পুলিশ আমাদের ওপর হামলা চালায়, জলকামান ব্যবহার করে। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। একজনকে গাড়িতে তুলে নিয়েছে। আমার ওপর হামলা করেছে পুলিশ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আগামীতে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি মামুন অর রশীদ বলেন, জনদুর্ভোগ ও হাসপাতালে আসা রোগীদের কথা বিবেচনা করে আমরা তাদের শাহবাগ মোড় ছেড়ে অন্যত্র যেতে বলেছিলাম। তবে তারা অনুরোধ রাখেননি। পরে পুলিশ বাধ্য হয়ে তাদের সেখান থেকে উঠিয়ে দিয়েছে।
বেলা ১১টা থেকে শাহবাগ অবরোধ করে কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, রাজশাহী, শরীয়তপুরসহ বিভিন্ন জেলা ও ইউনিট থেকে সংগঠনটির পাঁচ শতাধিক নেতাকর্মী যোগ দেন এতে। সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করে কোটা পুনর্বহালের দাবি জানান তারা। সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোলেমান মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা মহাসচিব শফিকুল ইসলাম বাবু, ভাইস চেয়ারম্যান সজীব সরকার, ইয়াসিন আকন্দ, তসলিমা রেজা, যুগ্ম মহাসচিব ফারুক খান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা, তিতুমীর প্রমুখ।