সমকাল ডেস্ক |
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২১
আপডেট: ০৪ মার্চ ২০২১
প্রকাশ: ০৪ মার্চ ২০২১ । আপডেট: ০৪ মার্চ ২০২১১ ফেব্রুয়ারি সেনাবাহিনী গণতান্ত্রিক সরকারকে হটিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর প্রথমেই বিক্ষোভে ফুঁসে উঠেছিল মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুন। সেখানেই সবচেয়ে বড় বিক্ষোভ হচ্ছে। গতকাল শহরের রাস্তায় হাজারো বিক্ষোভকারী নেমে এলে তাদের ওপর গুলি চালায় সেনা-পুলিশ। এতে নিহত হয়েছেন কমপক্ষে আটজন। আহত হয়েছেন অনেকে। আটক করা হয়েছে কয়েকশ বিক্ষোভকারীকে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি জানায়, গতকাল নিরাপত্তা বাহিনী নির্বিচারে শক্তি প্রয়োগ করায় রক্তে রঞ্জিত হয়েছে সাগাইং অঞ্চলের মনিওয়া শহর। সেখানে সেনাবিরোধী বিক্ষোভে গুলি চালিয়ে কমপক্ষে সাতজনকে হত্যা করেছে পুলিশ। শহরের উত্তরাঞ্চলে সন্ধ্যার দিকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে তাদের ওপর গুলি চালানো হয়। তিনজার শুনলেই নামের এক বিক্ষোভকারী জানান, 'পরিস্থিতি খুবই ভয়ংকর, এ তো গণহত্যা। এখানকার পরিস্থিতি ভাষায় বর্ণনা করার মতো নয়।'
মনিওয়া শহরের পরিস্থিতি নিয়ে পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, বিক্ষোভে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে তারা নিশ্চিত হতে পেরেছেন। কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এএফপিকে জানান, তারা দেখেছেন, রক্তাক্ত দুই বিক্ষোভকারীকে টেনে নিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তখন তারা মৃত নাকি জীবিত ছিল, তা নিশ্চিত করতে পারেননি তারা।
মনিওয়া শহরের প্রতিবেশী ও মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে গতকালের বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত দু'জন নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তার মধ্যে ১৯ বছর বয়সী একজনের মাথায় গুলি লাগে।
মিইংয়ান শহরে নিজেদের বানানো ঢাল, ফেসশিল্ড নিয়ে রাস্তায় নামা বিক্ষোভকারীরা তিন আঙুল দেখিয়ে সামনে এগোতে শুরু করলে তাদের ওপর কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও গুলি চালানো হয়। ঘটনাস্থলে অন্তত একজন গুলিতে নিহত হন। এ ছাড়া হপাকান্তে একজন নিহত হয়েছেন।
মিয়ানমারের অশান্ত পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বেড়ে চললেও অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশন্সের (আসিয়ান) সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মঙ্গলবার এক ভার্চুয়াল বৈঠকে বসে কোনো অগ্রগতি অর্জন করতে ব্যর্থ হন। তবে সবাই ঐক্যবদ্ধভাবে মিয়ানমারের সামরিক বাহিনীর প্রতি সংযম দেখানোর আহ্বান জানালেও সদস্য দেশগুলোর মধ্যে শুধু ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও সিঙ্গাপুর সু চি ও অন্য বন্দিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারজুড়ে অস্থিরতা বিরাজ করছে। এতে ৫০ বছরেরও বেশি সময় ধরে সামরিক শাসনের অধীনে থাকা দেশটির গণতান্ত্রিক অগ্রযাত্রা রুদ্ধ হয়ে পড়েছে। সামরিক অভ্যুত্থানের পর থেকেই সেনাবিরোধী গণতন্ত্রপন্থিরা রাজপথে নেমে বিক্ষোভ করছেন। প্রথম দিকে সংযম দেখালেও কয়েকদিন ধরে বিক্ষোভ দমনে সহিংসতার পথ নিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।
আরও পড়ুন
মন্তব্য করুন