মাসুদ নাসির, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) |
মাসুদ নাসির, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)
প্রকাশ: ১৩ জানুয়ারি ১৬ । ০০:০০
প্রকাশ: ১৩ জানুয়ারি ১৬ । ০০:০০
রাঙ্গুনিয়ার পারুয়ায় ইছামতি নদীতে নির্মিত রাবার ড্যাম সমকাল
রাবার ড্যাম প্রকল্প পরিচালক বিএডিসির চিফ ইঞ্জিনিয়ার মো. হাফিজ উল্লাহ জানান, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সার্বিক তত্ত্বাবধানে জলবায়ু ট্রাস্টের অর্থায়নে ১৪ কোটি টাকা ব্যয়ে পারুয়া সৈয়দনগর এলাকায় রাবার ড্যাম প্রকল্প শুরু হয়। পুরো কাজ শেষ হওয়ায় এলাকার হাজারো মানুষের ভাগ্য পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখবে এবং কৃষিকাজে অভূতপূর্ব বিপ্লব ঘটবে। এর সুফল শত শত কৃষক পাচ্ছেন।
পারুয়া ইছামতি রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মো. জহুরুল ইসলাম জানান, রাবার ড্যাম নির্মিত হওয়ার পর শুষ্ক মৌসুমে চাষাবাদ হচ্ছে। বিশেষ করে পারুয়া হাজারী বিল, চৌধুরী বিল, সিকদার বিল, ছোট বিল, বড় বিল, সেবা খোলা বিল, উত্তর পারুয়া বিল, হোছনাবাদ ইউনিয়নের কালাজী তালুকদার বিল, কবুতর বিল, শাহ বিল, লালানগর ইউনিয়নের ঝনোয়ার বিল, জইন্যা বিল, দক্ষিণ রাজা নগর ইউনিয়নের ফুল বাগিছা বিল, দোয়ানী বিল, শিয়াল বুক্কা দরগাহ বিল ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ঈদগাহ বিলে পানির অভাবে আগে কোনো চাষাবাদ হতো না। এলাকাবাসীর দাবির মুখে রাঙ্গুনিয়ার এমপি ড. হাছান মাহমুদ এমপি পারুয়া ইউনিয়নে রাবার ড্যাম নির্মাণে প্রকল্প গ্রহণ করেন।
পারুয়া ইউপি চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদার জানান, ইছামতি নদীতে রাবার ড্যাম নির্মিত হওয়ার পর এলাকার আমূল পরিবর্তন এসেছে। পাশাপাশি ব্রিজ নির্মাণে এই ইউনিয়নের সঙ্গে যোগাযোগ ও কৃষি কাজে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান রহিম উদ্দিন চৌধুরী জানান, রাবার ড্যাম পারুয়া ইউনিয়নে নির্মিত হলেও আমার ইউনিয়ন পাশাপাশি হওয়ায় এর সুফল ভোগ করছেন এলাকার শত শত কৃষক।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার জানান, পারুয়া ইউনিয়নসহ ৫ ইউনিয়নের আমূল চিত্র পাল্টে দিয়েছে রাবার ড্যাম। অনাবাদি জমিতে চাষাবাদ হওয়ায় কৃষকের ভাগ্যের পরিবর্তন ঘটেছে।
মন্তব্য করুন