প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৬
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চুরি হওয়া দোকানগুলোর মধ্যে লিচুবাগান মসজিদ লাইনের জেএস এন্টারপ্রাইজ থেকে ৫টি এলইডি টিভি; এম হাজেরা ইলেকট্রনিক থেকে ১৪ হাজার টাকা; মোবাইল এজেন্ট জিয়া স্টোর থেকে দেড় লাখ টাকাসহ মালপত্র চুরি করে নিয়ে যায়।
সকালে রাঙ্গুনিয়া থানার এসআই সঞ্জয় দাশসহ সঙ্গীয় পুলিশ চুরি হওয়া দোকান পরিদর্শন করে।