- লোকালয়
- কেশবপুরে স্ত্রীকে হত্যাচেষ্টা মামলায় স্বামী আটক
লোকালয়
কেশবপুরে স্ত্রীকে হত্যাচেষ্টা মামলায় স্বামী আটক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৬
কেশবপুর (যশোর) প্রতিনিধি
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক নাজিম উদ্দীন জানান, কুশুলদিয়া গ্রামের রবি মোড়ল ৭ বছর আগে ২ লাখ টাকা যৌতুক নিয়ে খুলনার ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের মৃত নাসের গাজীর মেয়ে জেসমিনকে বিয়ে করে। বিয়ের পর থেকে আরও ২ লাখ টাকা যৌতুকের দাবিতে প্রতিনিয়ত জেসমিনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করত সে। একপর্যায় টাকা না পেয়ে রবি তার স্ত্রী জেসমিনকে ৫ বছর বয়সের মেয়েসহ তালাক দেয়। কিছুদিন পর গ্রাম্য সালিশের মাধ্যমে ১ লাখ টাকা গ্রহণ করে রবি ফের জেসমিনকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। এর এক মাস যেতে না যেতেই রবি আরও ১ লাখ টাকার দাবিতে তার ওপর নির্যাতন শুরু করে। টাকা আনতে অপারগতা প্রকাশ করলে গত ২২ জানুয়ারি ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে রবি তার স্ত্রী জেসমিনের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। জেসমিনের চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।