প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৬
ভৈরব প্রতিনিধি
ইজতেমার দ্বিতীয় দিনে স্থানীয় মুসলি্লর পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকেও আসা বহু মুসলি্ল ও ওলামায়ে কেরাম এখানে বয়ান করেন। বিশেষ করে ঢাকার কাকরাইল মসজিদ থেকে অভিজ্ঞ ওলামায়ে কেরামরা বয়ানে অংশগ্রহণ করেন। ইজতেমায় প্রায় ১২টি দেশের লোক এসেছে। আজ শনিবার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান পিপিএম জনান, নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে সুন্দরভাবে এ ইজতেমার ইন্তেজাম শেষ করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।