- লোকালয়
- মেহেরপুরে আবর্জনা প্রক্রিয়াজাতকরণ প্রকল্প উদ্বোধন
লোকালয়
মেহেরপুরে আবর্জনা প্রক্রিয়াজাতকরণ প্রকল্প উদ্বোধন
জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল বলেন, মেহেরপুর শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শহরের সব ময়লা আবর্জনা এই প্রকল্পে ফেলা হবে। সেই ময়লা-আবর্জনা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে জৈব সার উৎপাদন করা হবে। শহরকে পরিচ্ছন্ন রাখা ও কৃষি কাজে সহযোগিতাকরণে এই প্রকল্প গ্রহণ করার জন্য মেয়রসহ পৌর পরিষদকে ধন্যবাদ জানান তিনি। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, ২ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দে ইউজিআইআইপি-৩ এ প্রকল্পে অর্থায়ন করেছে। ৩ একর জমির ওপর স্যানিটারি ল্যান্ড ফিল্ড (ডাম্পিং) প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। আগামী এক বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে। যেসব উন্নয়নমূলক কাজ থেমে রয়েছে, সেগুলোও দ্রুত বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।
মন্তব্য করুন