সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি |
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০১৮
প্রকাশ: ০৮ জুলাই ২০১৮পলিশা গ্রামে মতিয়ার রহমানের বাড়ির পাশে জমির সীমানা নিয়ে প্রতিবেশী আবদুস সাত্তারের বিরোধ চলে আসছে। শনিবার সকালে আবদুস সাত্তারের সমর্থকরা জমির সীমানা নির্ধারিত খুঁটি তুলে ফেলার প্রস্তুতি নেয়। এ সময় তাদের উভয় সমর্থকদের মধ্যে বিরোধ বাধে। এক পর্যায়ে উভয়পক্ষ লাঠিসোটা নিয়ে পাল্টাপাল্টি হামলা চালায় এবং রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যায়। এতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহতদের মধ্যে মতিয়ার রহমান, রুবেল হোসেন, বানেছা বেগম, লিপা বেগম, জাহাঙ্গীরকে সরিষাবাড়ী হাসপাতালে ও আবদুস সাত্তারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন