অনলাইন সার্ভারে ত্রুটি
মনিরামপুরে অনার্সে ভর্তির আবেদন পূরণ ব্যাহত
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০১৮
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
সরকারি ঘোষণা অনুযায়ী ১ থেকে ১৯ সেপ্টেম্বর অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন করার শেষ সময় রয়েছে। তবে গত বৃহস্পতিবার এবং শনিবার সার্ভারে ত্রুটি দেখা দেওয়ায় ভর্তি প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। ফলে অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে ব্যর্থ হয়ে শিক্ষার্থীদের মধ্যে হতাশা নেমে এসেছে। এ ব্যাপারে পৌর শহরের অন্বেষা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক শফিয়ার রহমান জানান, ১ সেপ্টেম্বর থেকে অনলাইনে ভর্তির আবেদন পূরণ শুরু হওয়ার কথা থাকলেও সার্ভার সমস্যায় তার প্রতিষ্ঠান থেকে কোনো আবেদন পূরণ করা সম্ভব হয়নি।
জামান কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আসাদুজ্জামান আসাদ জানান, রাত ২টার দিকে কিছু সময়ের জন্য সার্ভার পেয়ে কয়েকটা আবেদন ফরম পূরণ করা সম্ভব হয়েছে। এদিকে ভর্তির আবেদন করার সামনে আর মাত্র কয়েকদিন সময় রয়েছে। যে কারণে এক প্রতিষ্ঠানে গিয়ে সার্ভার সমস্যার কথা শুনে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ছুটছেন আরেক প্রতিষ্ঠানে। সেখানেও একই কথা শোনার পর হতাশাগ্রস্ত হচ্ছেন তারা। অপরদিকে সরকারি ঘোষন অনুযায়ী ভর্তির জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি আবেদন করার সুযোগ নেই। অবশ্য আবেদন সম্পন্নকারী প্রতিষ্ঠানের মালিকরা বলছেন খুব শিগগিরই সার্ভার সমস্যা কেটে যাবে। মনিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম ফারুকী বলেন, দ্রুত এ সমস্যার সমাধান হয়ে যাবে।