লোহাগড়ায় দু'পক্ষের সংঘর্ষে আহত ৫
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৮
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
উপজেলার সরশুনা গ্রামের মনোয়ার মুন্সী ও বেনজির মুন্সীর লোকদের সঙ্গে একই গ্রামের গোলজার হোসেন ও নাসির মেম্বার সমর্থিত লোকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার গোলজার হোসেন সমর্থিত ইজিবাইকচালক হান্নান শেখকে প্রতিপক্ষের লোকজন মারপিট করে ইজিবাইক ভেঙে দেয়। এ ঘটনার জের ধরে গতকাল দুপুরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আতঙ্ক সৃষ্টির জন্য দুটি হাতবোমার বিস্ম্ফোরণ ঘটানো হয়।