ফরিদপুরের সালথায় প্রতিপক্ষের হামলায় নন্দলাল সরকার ওরফে পাগলা সরকার নামে এক ব্যক্তি আহত হয়েছেন। রোববার রাতে উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ূকদিয়া বাজারের পাশে এ ঘটনা ঘটে। পাগলা সরকার ওই ইউনিয়নের শলিয়া গ্রামের মৃত মনীন্দ্রনাথ সরকারের ছেলে। তাকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে নন্দলাল সরকারের পারিবারিক দুর্গা মন্দিরের নির্মাণাধীন তিনটি মূর্তিও ভাংচুর করে তারা। এ ব্যাপারে নন্দলাল সরকারের ভাই নিত্য গোপাল সরকারের স্ত্রী ছবি সরকার সালথা থানায় মামলা করেছেন।
সালথা থানার ওসি মো. দেলোয়ার হোসেন খান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টির তদন্ত চলছে।
মন্তব্য করুন