- লোকালয়
- চেয়ারম্যান পদে আ'লীগের মনোনয়ন চান শাহিনুজ্জামান
লোকালয়
সুজানগর উপজেলা নির্বাচন
চেয়ারম্যান পদে আ'লীগের মনোনয়ন চান শাহিনুজ্জামান
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯
পাবনা অফিস
শাহিনুজ্জামান শাহিন বলেন, আমার পিতা প্রয়াত আবুল কাশেম মাস্টার আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা ছিলেন। তিনি এলাকার দলীয় নেতাকর্মীদের বিপদে সব সময় পাশে ছিলেন। পিতার মতো আমিও এলাকার দলীয় নেতাকর্মীদের বিপদে সব সময় পাশে থেকে, তাদের সুসংগঠিত করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সুজানগর উপজেলায় দলীয় মনোনয়ন দেবেন এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তিনি আরও বলেন, আমি দলীয় মনোনয়ন পেলে নির্বাচনীয় এলাকার মানুষ আমাকে ভালোবেসেই তাদের মূল্যবান ভোটে নৌকা প্রতীককে জয়যুক্ত করবে।