- লোকালয়
- এলাকাবাসীর সেবা করতে চান আল-আমিন
লোকালয়
নবীনগর উপজেলা নির্বাচন
এলাকাবাসীর সেবা করতে চান আল-আমিন
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আন্দোলন সংগ্রামে সক্রিয় হওয়ার পাশাপাশি নিজ উপজেলার নেতাকর্মী ও তৃণমূল মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলেন আল-আমিন। দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি নবীনগরের সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডে রয়েছে তার সক্রিয় অংশগ্রহণ। ফলে উপজেলার প্রতিটি ইউনিয়নেই রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা।
এইচ এম আল-আমিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করেই ছাত্রজীবন থেকে রাজনীতি করে আসছি। রাজপথের পাশাপাশি তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আশা করি বাংলাদেশ আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনা এসব মূল্যায়ন করবেন।