প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ঘটনার সময় উপজেলার কাশর এলাকায় অবস্থিত টিএম টেক্সটাইল মিলের শ্রমিক বহনকারী বাসটি ভালুকা থেকে ছেড়ে গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ি লাবিব টেক্সটাইল ফ্যাক্টরির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এ সময় মিল শ্রমিক ফাতেমা, শামিম, খাদিজা, আফজল, রুবিয়া, সেলিনা, শিরিনা, রায়হান, নুরজাহান, আবদুল কাদের, শরিফুল, আফজারা, ওয়াহিদ, খাদিজা, মোশারফ, জাহানারা, মফিজুল, পারভীন ওয়াসিম, শিল্পী, সম্পা রানী, রিপন, সুমন, ইদ্রিস, মেহেদী, শামিম, রিমি, মানিক, হযরত আলী, এমদাদুল, রহিমা, ফেরদৌস, সবুজ, জয়নাল, হুমায়ুন, আসাদুলসহ ৫০ শ্রমিক আহত হন।