আখাউড়ায় আলোকচিত্র প্রদর্শনীর গ্যালারিতে তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে। বাংলাদেশের ৫০ জন শিল্পীর আলোকচিত্র স্থান পেয়েছে গ্যালারিতে। উপজেলা প্রশাসন, শিল্পকলা একাডেমি ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের সহযোগিতায় আখাউড়া ফ্রেম রণাঙ্গন ফিল্মস অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটির উদ্যোগে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়। এ প্রদর্শনী আগামী রোববার পর্যন্ত চলবে। প্রদর্শনী উদ্বোধন করেছেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া।