প্রকাশ: ১৩ এপ্রিল ২০১৯
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
উপজেলার নিগুয়ারী ইউনিয়নের পাতলাসী গ্রামের মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন আকন্দ ও তার ভাই আজিম উদ্দিন আকন্দের সঙ্গে অপর ভাই সিরাজ উদ্দিন আকন্দের পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এর আগে কয়েকবার ঝগড়া ও বিচার সালিশ হলেও বিরোধ মীমাংসা হয়নি। গতকাল সকালে দু'পক্ষের মধ্যে আবারও ঝগড়া হয়।
ঝগড়ার খবর পেয়ে আজিম উদ্দিন আকন্দের ঢাকায় বসবাসরত ছেলে সুলতান আকন্দ তার স্ত্রী মুর্শিদা বেগমকে সঙ্গে নিয়ে বাড়ি আসার সময় গ্রামের পথে প্রতিপক্ষ সিরাজ উদ্দিন আকন্দ তার দুই ছেলে বাবু ও শিহাবকে নিয়ে হামলা করলে দু'পক্ষে সংঘর্ষ বেধে যায়। এতে সুলতান আকন্দ ও তার স্ত্রী মুর্শিদা বেগম, মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন আকন্দ, বাবুল আকন্দ, মাসুদ আকন্দ, শিহাব আকন্দ আহত হন। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সুলতান আকন্দ মারা যান।
পাগলা থানার ওসি শাহিনুজ্জামান খান বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ফারজানা নামের একজনকে আটক করা হয়েছে।