প্রকাশ: ১২ জুন ২০১৯
পাবনা অফিস
সূত্র জানায়, কাশিনাথপুর ইউনিয়নের কলাগাছি গ্রামের ফজর আলীর মেয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে সোমবার রাতে বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল। খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালান ইউএনও। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হালিম বিয়ে পণ্ড করে দেন। একইভাবে মেহেদীনগর গ্রামের হারুন অর রশিদের বাড়িতে অভিযান চালিয়ে তার মেয়ের বিয়ে পণ্ড ও মুচলেকা গ্রহণ করেন তিনি। এ ছাড়া মেহেদীনগর গ্রামের সিদ্দিক মোল্লার মেয়ের বিয়ে পড়ানোর অপর ঘটনায় মেহেদীনগর মসজিদের ইমাম দেলোয়ার হোসেনকে আটকের জন্য অভিযান চালান তিনি। ইমাম পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।