প্রকাশ: ১২ জুলাই ২০১৯
নোয়াখালী প্রতিনিধি
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে অশ্বদিয়া ইউনিয়নের দিনমনি বাজারের পশ্চিম পাশের মোড়ে মেঘনা পরিবহনের একটি কাভার্ডভ্যান দাঁড় করানো ছিল। এ সময় কাভার্ডভ্যানের ভেতর থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরছিল। বিকেলে স্থানীয় লোকজন বিষয়টি সুধারাম মডেল থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ কাভার্ডভ্যানটির চালকের পেছনের কেবিন থেকে রক্তাক্ত এক যুবকের লাশ উদ্ধার করে।