প্রকাশ: ১২ জুলাই ২০১৯
নিজস্ব প্রতিবেদক, ফেনী
পুলিশ জানায়, গত সোমবার বিকেলে মৃত ছাদেক মিয়ার ছেলে আবু বক্কর (৫৫) পারিবারিক বিষয় নিয়ে ছোট ভাই আবুল বশরের স্ত্রীকে গালাগাল করে। এতে ক্ষিপ্ত হয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল বশর ও তার ছেলে মোহাম্মদ শরিফ বড় ভাই আবু বক্করকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
আহতকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে আবু বক্করের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বুধবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে আবু বক্কর মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে পরশুরাম থানায় একটি হত্যা মামলা করেছেন।
পরশুরাম মডেল থানার ওসি শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।