প্রকাশ: ১২ জুলাই ২০১৯
সাতক্ষীরা প্রতিনিধি
তিনি এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালকে সঙ্গে নিয়ে কলারোয়ায় আসেন। ইউএনওর কক্ষে অনুষ্ঠিত তদন্তে এ সময় আরও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ, সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, সেনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলামসহ উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।