- লোকালয়
- মিন্টু আহ্বায়ক সাজ্জাদ সদস্য সচিব
লোকালয়
জামালপুর চর অ্যালায়েন্স কমিটি
মিন্টু আহ্বায়ক সাজ্জাদ সদস্য সচিব
প্রকাশ: ১২ জুলাই ২০১৯
জামালপুর প্রতিনিধি
বক্তারা বলেন, প্রতিবছর চরের মানুষের উন্নয়নে বাজেটে যে অর্থ বরাদ্দ রাখা হয়, সে অর্থ খরচ হয় না। তাই চরবাসীর উন্নয়নে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর (চর ফাউন্ডেশন/চর বোর্ড) দাবি জোরালো হয়ে উঠেছে। পরে সর্বসম্মতিক্রমে আনোয়ার হোসেন মিন্টুকে জামালপুর জেলা চর অ্যালায়েন্সের আহ্বায়ক ও মোহাম্মদ সাজ্জাদ হুসেনকে সদস্য সচিব করে ৩১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়।