- লোকালয়
- কালীগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণকারীদের বিচার দাবিতে মানববন্ধন
লোকালয়
কালীগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণকারীদের বিচার দাবিতে মানববন্ধন
প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
গত ২১ আগস্ট রাতে উপজেলার বারোবাজার স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে হাসিলবাগ গ্রামের প্রিন্স, নয়নসহ তিনজন তুলে নিয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণ করে। পুলিশ ঘটনার রাতেই অভিযান চালিয়ে মূল অভিযুক্ত প্রিন্স ও নয়নকে গ্রেফতার করে। এ ঘটনায় বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড় ওঠে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে অনুষ্ঠিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মানববন্ধনে অভিভাবক, জনপ্রতিনিধি, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে একাত্মতা ঘোষণা করেন। এ সময় ধর্ষকদের বিচার দাবিতে বক্তব্য দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষার্থী জলি আক্তার, লিপি খাতুন, আসমা পারভীন প্রমুখ।