- লোকালয়
- শ্রীপুরে ছাত্রলীগ নেতাদের ওপর হামলার প্রতিবাদ
লোকালয়
শ্রীপুরে ছাত্রলীগ নেতাদের ওপর হামলার প্রতিবাদ
প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯
গাজীপুর প্রতিনিধি
শ্রীপুর রেলওয়ে স্টেশন এলাকায় বৃহস্পতিবার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকুসহ ৪ নেতার ওপর হামলা চালায় সিয়াম খন্দকার সানির নেতৃত্বে এক দল সন্ত্রাসী। এতে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক তন্ময় বণিক, উপ-বিভাগীয় সম্পাদক রাসেল শেখ এবং সভাপতি জিকু আহত হন। এ ঘটনায় জিকু বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে উপজেলা ও পৌর ছাত্রলীগ।