প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯
নেত্রকোনা প্রতিনিধি
ওই কিশোরী প্রেমের সম্পর্কের জেরে বৃহস্পতিবার স্কুলে যাওয়ায় সময় লিটন তার দুই সহযোগী ফারুক মিয়া ও খোকন মিয়াকে নিয়ে অপহরণ করে। কিশোরীর পরিবার বিষয়টি দুর্গাপুর থানায় জানালে ময়মনসিংহের ধোবাউড়া থানা পুলিশের সহযোগিতায় কিশোরীকে সোহাগী গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কিশোরীর মা বাদী হয়ে শুক্রবার তিনজনকে আসামি করে দুর্গাপুর থানায় মামলা করেন। পুলিশ অপহরণকারী লিটন মিয়াকে গ্রেফতার করে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।