প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা গোলাম মুস্তফা ও ইউসুফ আলী। চিকিৎসাসেবায় সার্বিক দায়িত্বে ছিলেন স্বাধীনতা ডিপ্লোমা চিকিৎসক পরিষদ মুন্সীগঞ্জ শাখার সভাপতি ডা. সাইফুদ্দিন আনোয়ার ও সাধারণ সম্পাদক ডা. তপন কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা ডিপ্লোমা চিকিৎসক পরিষদের সদস্য ও জামালপুর গ্রাম উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম খান, ডা. মিনহাজ উদ্দিন, ডা. স্বপন, ডা. গোলাম রাব্বানীসহ ২৫ সদস্যের মেডিকেল টিম। জামালপুর গ্রাম উন্নয়ন সংঘ ও মুন্সীগঞ্জের সিভিল সার্জন অফিসের সার্বিক সহযোগিতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।