লোহাগড়ায় নবগঙ্গা নদীতে বালুবাহী বাল্ক্কহেডের ধাক্কায় মাছ ধরা ডিঙ্গি নৌকা ডুবে নিখোঁজ জেলের লাশ তিন দিন পর উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে এলাকাবাসী।

এলাকাবাসী জানায়, গত শনিবার রাতে উপজেলার নবগঙ্গা নদীর কাঞ্চনপুর এলাকায় একটি বালুবাহী বাল্ক্কহেড মাছ ধরার একটি ডিঙ্গি নৌকাকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা কলাগাছী গ্রামের জেলে গৌতম দাস, তার ছেলে সাগর দাস আঘাতপ্রাপ্ত হয়ে সাঁতরে নদীর তীরে উঠলেও অপর জেলে রাধাকান্ত দাস নিখোঁজ হন।

লোহাগড়া ফায়ার সার্ভিসের টিম লিডার মাসুদ রানা জানান, খুলনা থেকে একটি ডুবুরি দল দু'দিন ধরে উদ্ধারকাজ চালিয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধান পায়নি। মঙ্গলবার দুপুরে এলাকাবাসী ঘটনাস্থলে বাঁশের খুঁটির সঙ্গে রাধাকান্তর লাশ বাঁধা অবস্থা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থ্যা নেওয়া হবে।

মন্তব্য করুন