স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে সড়ক সংস্কারে বদলে গেছে ফুলচাষিদের জীবন। সড়কটি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গদখালী বাজার থেকে শিওরদাহ এলাকার বেশক'টি গ্রামকে সংযুক্ত করেছে। ইউএসএআইডির অর্থায়নে বিএআইডিপি প্রকল্প থেকে ৬ কিলোমিটার সড়ক সংস্কার করা হয়। ব্যয় হয়েছে ১০ কোটি টাকা। আমেরিকার জনগণের পক্ষ থেকে যশোরের ফুলচাষিদের জন্য সড়কটি সংস্কার করা হয়েছে।

যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মির্জা মোহাম্মদ ইফতেখার আলী বলেন, সড়কটি সংস্কারের ফলে এলাকার এক লাখ মানুষের চলাচলের পথ সুগম হয়েছে। বাংলাদেশ ফ্লোর সোসাইটির সভাপতি মো. আব্দুর রহিম বলেন, সড়কটি সংস্কার করায় ফুলচাষিরা এর সুফল ভোগ করছেন। সংবাদ বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন