- লোকালয়
- নেত্রকোনায় বিএনপি প্রার্থীর সমর্থকদের ওপর হামলা
লোকালয়
নেত্রকোনায় বিএনপি প্রার্থীর সমর্থকদের ওপর হামলা
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২১
নেত্রকোনা প্রতিনিধি
চতুর্থ ধাপে নেত্রকোনা পৌরসভা নির্বাচনে বিএনপিদলীয় প্রার্থী যুবদল জেলা শাখার সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি দলীয় নেতাকর্মী নিয়ে রোববার মনোনয়নপত্র জমা দিতে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যাচ্ছিলেন। জেলা শহরের গরুহাট্টা রোড থেকে জেলা বিএনপি আহ্বায়ক ডা. মো. আনোয়ারুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, সদর উপজেলা বিএনপি আহ্বায়ক মজিবুর রহমান খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠানের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা সঙ্গে ছিলেন। জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার পথে দত্ত উচ্চ বিদ্যালয়ের সামনে ৩০-৩৫ যুবক বিএনপি নেতাকর্মী ও দলীয় প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালালে এলাকায় উত্তেজনা দেখা দেয়। মিছিলে থাকা যুবদল নেতা ঝুনু খান মিল্কী, মির্জা বাপ্পী, তরিকুল ইসলাম, রাতুল মিয়া, ফরহাদ কবীর লিংকন আহত হন। নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়।
বিএনপিদলীয় প্রার্থী আবদুল্লাহ আল মামুন খান রনি বলেন, নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমাকে নিয়ে দলীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিল। যুবলীগ, ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীর হামলায় আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হন। ঘটনাস্থলে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।