প্রকাশ: ২২ জানুয়ারি ২০২১
কুমিল্লা সংবাদদাতা
এলাকাবাসী জানায়, ওই যুবক দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। গতকাল সকালে গ্রামের এক কিশোরকে মারধর করেন। এ নিয়ে কথা বলতে দুপুরে তানভীরের বাড়িতে যায় এলাকার লোকজন। এ সময় তানভীর ঘর থেকে অস্ত্র বের করে তাদের ধাওয়া দেন।
এসআই গিয়াস উদ্দিন বলেন, অস্ত্র উঁচিয়ে গ্রামের কিছু লোকজনকে ধাওয়া করায় স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল করে সাহায্য চান। ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ তানভীরকে আটক করা হয়। তানভীরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।