- লোকালয়
- কুমিল্লায় অনলাইন জুয়া চক্রের হোতা গ্রেপ্তার
লোকালয়
কুমিল্লায় অনলাইন জুয়া চক্রের হোতা গ্রেপ্তার
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২১
কুমিল্লা সংবাদদাতা
নাজমুছ সাকিব বলেন, গতকাল ভোরে মতলব দক্ষিণ উপজেলার রথবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় আলমাছ প্রধানকে তার ব্যক্তিগত কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমাছ দীর্ঘদিন ধরে মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলে র্যাবের কাছে স্বীকার করেছেন।
নাজমুছ সাকিব আরও বলেন, ২০১৭ সাল থেকে আলমাছ প্রধান অনলাইন ক্যাসিনো পরিচালনা করছেন। তিনি বৃহত্তর কুমিল্লা অঞ্চলের এ চক্রের হোতা। আমরা তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছি। এরই মধ্যে আলমাছ অনলাইন ক্যাসিনো চালিয়ে বিপুল অর্থের মালিক হয়েছেন।