- লোকালয়
- কালুখালীতে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২
লোকালয়
সালিশে বর্বর নির্যাতন
কালুখালীতে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২১
রাজবাড়ী প্রতিনিধি
সূত্র জানায়, রোববার সন্ধ্যায় রাশেদুলের বিচারের জন্য চর পাতুরিয়া স্কুল মাঠে সালিশ বসান চেয়ারম্যান শহিদুল। সালিশে তাকে দোষীসাব্যস্ত করে ১০ হাজার টাকা জরিমানা ও একশটি জুতার বাড়ির রায় দেওয়া হয়। পরে তার পুরুষাঙ্গে ইট বেঁধে ঘোরানো হয়।
কালুখালী থানার ওসি মাসুদুর রহমান জানান, অভিযুক্ত চেয়ারম্যান ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ইমান আলী মামলা করেছেন। এ মামলায় অভিযুক্তদের সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।