প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১
রাজবাড়ী প্রতিনিধি
নাজমার দুটি বিয়ে ছিল। এক স্বামীর নাম বিল্লাল শেখ। অন্যজনের নাম মোহম্মদ মকিম। তবে কারও সঙ্গেই তিনি থাকতেন না। গার্মেন্টে চাকরির সুবাদে তিনি ঢাকায় থাকতেন। ১০ দিন আগে তিনি গ্রামে বাবারবাড়িতে আসেন।
নিহতের ছেলে রনজু শেখ জানান, গত শনিবার তার মা পাংশার বাগদুলি গ্রামে খালাবাড়ি যান। রোববার থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সোমবার সকালে কাশমিয়া বিলপাড়ে তার মায়ের লাশ পড়ে আছে বলে জানতে পারেন।
কালুখালী থানার ওসি মাসুদুর রহমান জানান, নাজমার গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ থেকে ধারণা, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনও জানা যায়নি। তবে পূর্বশত্রুতার জেরে তিনি খুন হয়ে থাকতে পারেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।