প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গী পশ্চিম থানা সূত্রে জানা যায়, রোববার রাতে মোক্তারবাড়ি এলাকায় কয়েকজন সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সংবাদের ভিত্তিতে র্যাব ওই এলাকায় একটি অভিযান পরিচালনা করে। র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালানোর চেষ্টাকালে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, চারটি মোবাইল ফোনসেট ও নগদ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-১০ টঙ্গী পশ্চিম থানায় অস্ত্র আইনে একটি মামলা করে। সোমবার গ্রেপ্তারকৃতদের গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়।