প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১
সীমান্ত অঞ্চল প্রতিনিধি
জাহাঙ্গীর আলম মিস্টার কাংশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ইউনিয়ন পরিষদের নির্বাচিত মেম্বার হওয়ার সুবাদে সরকারি বরাদ্দ থেকে তার এলাকার গরিব-দুঃখী মানুষের মাঝে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিডি কার্ড, মাতৃত্বকালীন ভাতা, মা-শিশুর যত্ন ভাতা, প্রতি ঈদে দুস্থদের জন্য ভিজিএফসহ শীতের সময় কম্বল বিতরণ করেছেন। এ ছাড়া মহামারি করোনাকালে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তার গ্রামে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ১০ পরিবারসহ মোট ২৫ গৃহহীন পরিবারের মাঝে আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় পাকা বসতবাড়ির ব্যবস্থা করেছেন। যে কারণে সাধারণ মানুষের মাঝে মিস্টার মেম্বারের নাম মুখে মুখে শোনা যাচ্ছে। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম তোফাজ্জল হোসেন।