প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১
ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
জানা গেছে, নারগিছ বাড়ির উঠোন ঝাড়ু দিতে গেলে ধুলা উড়তে দেখে পাশের ঘরের আজিম গালাগাল করতে থাকেন। নারগিছের মা ছালেহা জবাব দিলে আজিমসহ কয়েকজন ছালেহাকে মারধর করেন। একপর্যায়ে ছালেহার ছেলে মির হোসেন খবর শুনে বাড়ির পাশে মোস্তফাকে একা পেয়ে পিটিয়ে জখম করে। পরে মিরকেও মোস্তফার লোকজন মারধর করে।