প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী জানায়, তাদের হাতে আটক হওয়া পলাশ হাওলাদার ও তার দুই সহযোগী মিলে সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের জনৈক ব্যক্তির কাছে একটি চোরাই ইজিবাইক বিক্রি করতে যায়। তাদের গতিবিধি দেখে ওই ব্যক্তির সন্দেহ হয়। এ সময় তিনি পলাশের কাছে ইজিবাইকটি ক্রয়ের মেমোসহ কাগজপত্র দেখতে চান। বিপদ আঁচ করতে পেরে পলাশ ও তার দুই সহযোগী ইজিবাইকটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গ্রামবাসী ধাওয়া করে ইজিবাইকসহ পলাশকে আটক করে। তবে তার দুই সহযোগী এ সময় দৌড়ে পালিয়ে যায়। গ্রামবাসীর হাতে আটক পলাশ হাওলাদার উপজেলার মাগুরা গ্রামের আশরাফ হাওলাদারের ছেলে। পুলিশের সন্দেহ, পলাশ আন্তঃজেলা ইজিবাইক ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত। পুলিশি তদন্ত ও জিজ্ঞাসাবাদে তার ও সহযোগীদের অপকর্মের আরও চিত্র বেরিয়ে আসতে পারে বলে তাদের ধারণা।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান সোহাগ জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।