প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১
রাজবাড়ী প্রতিনিধি
স্থানীয় সূত্র জানায়, রাত ১টার দিকে বাজারের পাহারাদাররা ওই গুদামে আগুন দেখতে পেয়ে
ইউপি চেয়ারম্যান আব্দুস
সালামকে মোবাইল ফোনে বিষয়টি অবগত করেন।
ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জানান, খবর পেয়ে তিনি বালিয়াকান্দি ফায়ার সার্ভিসকে জানান ও মসজিদের মাইকে সহায়তা চান। ফায়ারকর্মী ও এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শঙ্কর বিশ্বাস জানান, ধারণা করা হচ্ছে বিড়ির আগুন থেকে
আগুনের সূত্রপাত।