প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
'আফাজ ব্রিক্স ফিল্ড' নামে একটি ইটভাটায় নেত্রকোনা ও পঞ্চগড় জেলার পৃথক দুটি শ্রমিক দল ইট তৈরির কাজ করত। ঘটনার দিন সকালে পঞ্চগড় জেলার শ্রমিকদের ইট বানানোর বালু শেষ হয়ে গেলে তারা নেত্রকোনা জেলার শ্রমিকদের ওখানের বালু আনার জন্য যায়। এ সময় নেত্রকোনা জেলার শ্রমিকরা বালু না দেওয়ায় দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পঞ্চগড় জেলার শ্রমিকরা বেলচা ও লাকড়ি দিয়ে নেত্রকোনা জেলার চার শ্রমিকের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে জাহাঙ্গীর আলম, কালা মিয়া, সবুজ মিয়া ও হাছান মিয়া আহত হন। আহতদের মধ্যে জাহাঙ্গীর ও কালা মিয়াকে প্রথমে ভালুকা ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে জাহাঙ্গীর আলম মারা যান।