
মারা গেছেন। শাফি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নূরুল আমিন জানান, বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাফি মারা যান।
শাফির পারিবারিক সূত্রের বরাত দিয়ে অধ্যাপক নূরুল আমিন জানান, বুধবার দুপুরে শাফি তার মাকে নিতে রাজশাহীর বনপাড়ার উদ্দেশে রওনা হন। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আরও পড়ুন
মন্তব্য করুন