প্রেমঘটিত কারণে ২০১৮ সালের ২৭ মার্চ মোবাইল ফোনের মাধ্যমে রাকিবকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে শাকিল আহম্মেদ মিঠু। খবর পেয়ে রাকিবের মা ও স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাকিবের অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন ২৯ মার্চ এ ঘটনায় নিহতের বাবা মো. খলিলুর রহমান বাদী হয়ে পাঁচজনকে আসামি করে সদর থানায় মামলা করেন। পুলিশ মামলার প্রধান আসামি শাকিলকে পরদিন শিবালয় থেকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন মানিকগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আবুল কালাম ২০১৯ সালের ২৯ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় ২৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক একজনের মৃত্যুদণ্ড ও চারজনকে বেকসুর খালাস দেন।
আরও পড়ুন
মন্তব্য করুন